লাকির নেতৃত্বে প্রীতিলতা ব্রিগেড গঠন

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ শফিকুল ইসলাম ৩১ মে, ২০১৫, ০৮:০৮:৩৩ সকাল

ছোটবেলায় আব্দুল্লাহ আল মুতী স্যারের একটি গবেষণাভিত্তিক প্রবন্ধে পড়েছিলাম, প্রাচীনকালে পুরোহিতরা সভ্য সমাজের মুখপাত্র হিসেবে বিবেচিত হতো। তখনকার সাধারণ মানুষ এমনকি রাজা - বাদশাহ সকলেই পুরোহিতদের কথা মেনে চলতো। পুরোহিতরা তখন পৃথিবীর অবস্থান সম্পর্কে একটি মতবাদ দিয়েছিল, “এই পৃথিবী হলো মস্ত বড় একটা ফুটবল, যা দাঁড়িয়ে আছে বিশাল এক থালার উপরে, থালাটি দাড়িয়ে আছে মস্ত বড় এক হাতির পিঠের উপর; আর হাতি দাঁড়িয়ে আছে বিশাল বড় এক কাছিমের পিঠের উপরে।” কিন্তু এত বিশাল বড় কাছিমই বা কিসের উপর দাঁড়িয়ে আছে এই প্রশ্নের জবাবে তখনকার এসব কবিরা ছিল নীরব...

কিছুদিন আগে কয়েকটি অনলাইন পত্রিকায় পড়লাম, ‘নারীর নিরাপত্তা রক্ষার্থে কয়েকটি বাম ছাত্রী সংগঠনের নেতৃত্বে প্রীতিলতা ব্রিগেড গঠন করা হচ্ছে। যার নেতৃত্বে থাকবেন অগ্নিকন্যা লাকি আক্তার।’

আমার প্রশ্ন হলো, লাকির নিরাপত্তা রক্ষা করবে কে?

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323562
৩১ মে ২০১৫ সকাল ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : লাকীর নিরাপত্তা ও হেফাাজতের দায়িত্বে থাকবে এমরাণ এডস সরদার৷
323563
৩১ মে ২০১৫ সকাল ০৮:২৯
মুহাম্মাদ শফিকুল ইসলাম লিখেছেন : ও তো বিজ্ঞান লেখক হবে কয় দিন পরেই
323568
৩১ মে ২০১৫ সকাল ০৯:০৪
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া লাকির সেই গগন বিদারী স্লোগান .....

'ক' তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার


এর ফলে সরকার বাধ্য হয়েছিল যাবতজীবন সাজা পাওয়া কাদের মোল্লার পুনরায় বিচার করাতে । এরই ধারাবাহিকতায় অন্য রাজাকারদেরও কঠিন সাজা হচ্ছে ।

জাশির জন্য লাকি আন্লাকি হলেও বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য লাকি লাকি ।

এখন বাংলাদেশের আরেকটা সমস্যা যে মাথা চাড়া দিয়ে উঠছে তা হল নারীর প্রতি যৌন হয়রানি । লাকির মত ইফেক্টিফ নেত্রী এ কাজে হাত দিলে , মাঠে নামলে আগেরটার মত এখানেও সাফল্য আসবে নিশ্চিত ।

তবে লাকিদের অনুরোধ করবো গতবারের মত শাহবাগের মোড়ে অবস্থান না নিয়ে টিএসসির চত্বরে অবস্থান নিন ।
323576
৩১ মে ২০১৫ দুপুর ১২:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
323585
৩১ মে ২০১৫ দুপুর ১২:৫২
মিরু লিখেছেন : সবাই সমাধান খুজছে সমস্যার কাছে।সমস্যা খুব বিব্রত
323594
৩১ মে ২০১৫ দুপুর ০১:৩৪
অবাক মুসাফীর লিখেছেন : উস্তাধ! শেষ রাইত এতো তাড়াতাড়ি আইয়া পড়লো ক্‌যানে?? যাউগ্‌গা, কারোর কমেন্টের রিপ্লাই করতে হইলে কমেন্টের নিচে ডান কোণার নীল রিপ্লাই লোগোতে ক্লিক করে রিপ্লাই করবা। বুগছো?? By the way, it is good to see u in blog... (if u know who am i Winking )

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File